পাদটীকা

 পাদটীকা

                               সৈয়দ মুজতবা আলী


লেখক পরিচিতি
: সৈয়দ মুজতবা আলী 1904 সালের 13 সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন কিন্তু তার পৈতৃক নিবাস সিলেটের মৌলভীবাজারের উত্তরসুর গ্রামেতার পিতার নাম সৈয়দ সিকান্দার  আলী

 

সৈয়দ মুজতবা আলী সিলেটের গভর্নমেন্ট হাই স্কুলে নবম শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করেন। সৈয়দ মুজতবা আলী সাংস্কৃত ,ইংরেজি, আরবি, হিন্দি,গুজরাটি, ফরাসি ,জার্মান, ইতালি, ভাষা শিক্ষা লাভ করেন 1926 খ্রিস্টাব্দে বিশ্বভারতীর স্নাতক ডিগ্রি লাভ করেনএরপর আলীগড় বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করেন ,দর্শনশাস্ত্র পড়ার জন্য তিনি জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের যান সেখান থেকে 1932 সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন1934-1935 খ্রিস্টাব্দে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেনপড়াশোনা শেষ করে 1927 থেকে 1929 খ্রিষ্টাব্দ পর্যন্ত মুজতবা আলী কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে ইংরেজি ও ফারসি ভাষার প্রভাষক ছিলেন

 

1935 খ্রিস্টাব্দে বরোদার মহারাজের আমন্ত্রণে তিনি বরোদা কলেজে ধর্মতত্ত্বের অধ্যাপক হিসেবে যোগ দেন1961 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে প্রত্যাবর্তন করেন1965 খ্রিস্টাব্দে তিনি অবসরগ্রহণ করেন 1972 সালে সৈয়দ মুজতবা আলী স্বাধীন বাংলাদেশে বসবাস শুরু করেন

 

সৈয়দ মুজতবা আলী সত্যপীর, ওমর, খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী ইত্যাদি ছদ্মনামে আনন্দবাজার, দেশ ,সত্যযুগ ,শনিবারের,চিঠি, বসুমতি, হিন্দুস্তান ইত্যাদি পত্র-পত্রিকায় কলাম লিখতেন এছাড়াও চতুরঙ্গ মাতৃভূমি ,কালান্তর ইত্যাদি সাময়িক পত্রের ও তিনি নিয়মিত লিখতেন সৈয়দ মুজতবা আলী 1974 সালে মৃত্যু বর করেন।Start here

No comments

Powered by Blogger.