সহজ পদ্ধতিতে মিলাদ ও কিয়াম পাঠ
সহজ পদ্ধতিতে মিলাদ ও কিয়াম পাঠ
প্রথমেই যিনি মিলাদ শরীফ পরিচালনা
করবেন, তিনি
আউযুবিল্লাহ বিসমিল্লাহসহ সুরা ফাতিহা তেলাওয়াত করবেন। এরপর তিনি চাইলে উক্ত
সুরাটির সাথে অন্যান্য সূরাও মিলাতে পারেন। এক্ষেত্রে হতে পারে সূরা ইখলাস তেলাওত।
অথবা
সূরা তাওবা এই আয়াত,
لَقَدْ
جَآءَكُمْ رَسُولٌۭ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ
عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌۭ رَّحِيمٌۭ -١٢٨
উচ্চারণ: লাক্কাদ জ”আকুম রাছুলুম মিন আনফুছিকুম, আজিজুন আলাইহি মা আনিম হারিছুন আলাইকুম, বিল মুমিনিনা রাউফুর রাহিম।
এরপর পড়বেন,
مَا
كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللهِ وَخَاتَمَ
النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عليمًا
এরপর পড়বেন,
إِنَّ
اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ
آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
উচ্চারণ: ইন্নাল্লাহা ওয়া
মালাইকাতাহহু ইউছালুনা আলান নাবিযয়্যি-ইয়া আইয়ুহাল্লাজীনা আমানু ছালু আলাইহি ওয়া
ছাল্লিমু তাছলিমা।
এরপর পড়বেন- (দরুদ শরীফ)
সকলে মিলে,
اللهم صل على سيدنا مولانا محمد - و علي ال سيدنا شفيعنا محمد
আল্লাহুম্মা ছাল্লিয়ালা ছাইয়িদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়িদিনা মাওলানা
মোহাম্মদ। (২)
বসে বসে মীলাদের কাসিদা পাঠ করবেন-
০১। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন
থাকব না,
সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি
ভুলবেন না।
আল্লাহুম্মা……
০২। আরশের নিচে সেজদায়
পড়ে কাদঁবেন নবী জারেজার,
মাফ করে দাও ওগো প্রভু উম্মত আমার
গোনাহগার।
আল্লাহুম্মা……
০৩। আল্লাহর জাতি নূরের জ্যোতি
নবীজি,
ইয়া ইমামুল মুরছালিন আশেক হয়ে পড়েন
দুরুদ, সয়ং
রাম্বুল আলামিন।
আল্লাহুম্মা……
০৪। মদীনা মদীনা শুনি, দেখার ভাগ্য হইল
না,
নবীর রওজা না দেখাইয়া কবর দেশে নিও
না।
আল্লাহুম্মা……
০৫। আমরা সবাই গোনাগার গো, নবী আপনায়
চিনলাম না,
সেই কারণে রোজ হাশরে আমাদেরকে
ভুইলেন না।
আল্লাহুম্মা……
০৬। কোথায় রইলেন দয়াল নবীজি
আমাদেরকে ছাড়িয়া
গরীব রাত্রে দিয়েন দেখা নূরের
পর্দা উঠাইয়া।
আল্লাহুম্মা……
০৭। আসমানের
ফেরেস্তারা, কাতারে
কাতারে দারিয়ে
নবীর দুরুদ পড়েন তারা, মোহাম্মদ ইয়া
রাসুলাল্লাহ্।
আল্লাহুম্মা……
০৮। দেহের ঘরকে কাবা বানাইয়া, দিলকে বানাও
মদিনা
দিলের আয়নায় দেখা দিবেন, শাহেন শাহে
মদিনা।
আল্লাহুম্মা……
০৯। ওগো আমার দয়াল নবী, দেখা দিয়েন
স্বপনে।
দুই নয়নেন দেখব তোমায়, এই অধমের
নিদানে।
আল্লাহুম্মা……
১০। দরুদ পড়ো ওহে
মুমিন ঐ মোস্তাফা নবীর পর,
যার ঋণ কভু শোধ হবেনা যদিও পড়ো জীবনভর।
আল্লাহুম্মা……
১১। আল্লাহ তুমি রহম করো ঐ মোস্তাফা নবীকে,
যারে তুমি না সৃজিলে পাঠাইতেনা আর আদমকে।
আল্লাহুম্মা……
এরপর তিনি তাওয়ালুদ শরীফ পাঠ
করবেন। তাওয়ালুদটি হলো-
وَ لَمَّا تَمَّ مِنْ حَمْلِهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ شَهْرَانِ عَلَي أَشْهَرِ الْأَقْوَالِ الْمَرْوِيَّةِ . تُوْفِي بِالْمَدِينَةِ المُنَوَّرَةِ أَبُوهُ عَبْدُ اللَّهِ وَكَانَ قَدْ اجْتَازَ بِأَخْوَالِهِ بَنِّي عَدِي مِنْ الطَّائِفَةِ النَّجَّارِيَةِ وَمَكَثَ فِيهِمْ شَهْرًا سَقِيمًا يُعَانُونَ سُقْمَهُ وَشَكْوَاهُ وَ لَمَّا تَمَّ مِنْ حَمْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ سَلَّمَ عَلَى الرَاجِحِ تِسْعَةُ أَشْهُرِ الْقَمَرِيَّةِ وَ أَنَ لِلزَّمَانِ أَنْ يَنْجَلِيَ عَنْهُ صَدَاهُ، حَضَرَتْ أُمَّهُ لَيْلَةَ مَوْلِدِهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَسِيَةُ وَ مَرْيَمُ رَضِيَ اللهُ تَعَالَي عَنْهُمَا فِي نِسْوَةٍ مِنَ الْحَضِيرَةِ الْقُدْسِيَّةِ وَأَخَذَهَا الْمَخَاصُ. فَوَلَدَتْهُ النَّبِيِّ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَالْبَدْرِ الْمُنِيرِ نُوْرًا يَتَلَالَأ سَنَاهِ - صَلَّي اللهُ عَلَيْكَ.
এরপর দাড়িয়ে সালাম পাঠ করবেন,
ইয়া নবী সালামু আলাইকা...... ইয়া
রাসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা.......
সালাওয়াতুল্লায়ি আলাইকা
কিয়ামে পাঠের কয়েকটি কাসিদা:
১। মরণে হবো যে একা,
কবরে থাকিব একা,
হাশরে কাদিঁবো একা, হে নবী চাই সেথায় আপনারই দেখা।
ইয়া নবী সালামু আলাইকা...
২। আপনি মদিনা হইতে, সবকিছু পারেন দেখিতে
মোদের লাশ কবরে রাখিলে, লইয়েন গো আপনার
কোলে।
ইয়া নবী সালামু আলাইকা...
৩। মীলাদে ডাকি আপনাকে, দরুদে জপি
আপনাকে,
কাদি গো আধাঁরো রাতে, আপনারই দীদার
পেতে।
ইয়া নবী সালামু আলাইকা...
৪। নবি গো, মাদীনা শরীফে, যেতে চাই অধম
গরিবে,
বুক ভরা সালাম দিতে, আপনারই রওজায়ে
আতহারে।
ইয়া নবী সালামু আলাইকা...
৫। সাধ্য নাই যেতে মাদীনায়, দিন ও রাত একই
ভাবনায়,
দেখা দেন নবি স্বপনে, এই আরজ আপনার
কদমে।
ইয়া নবী সালামু আলাইকা...
৬। নবিজি, জান কবজের সময়ে, দেখতে চাই মোরা
তোমারে,
মওতের হইবে গো আছান, খুশীতে ভরিবে
পরাণ।
ইয়া নবী সালামু আলাইকা...
৭। ওগো নবী সালাম করি দারাইয়া, দেখা দাও পর্দা
উঠাইয়া
দেখিব আপন নয়নে, এ আরজ আপনার
চরণে।
ইয়া নবী সালামু আলাইকা...
৮। জিবরাইল ডাকে বার বার, খুলে দাও
আসমানের দুয়ার
এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার
দিদার।
ইয়া নবী সালামু আলাইকা...
বসে পড়বেন:
ইয়া রাব্বী ছাল্লে ওয়া ছাল্লেম
দায়েমান আবাদা
আলা নাবীয়্যেকা খাইরিল খালকে
কুল্লি হিম
ভেজ আয় রব মেরে দরুদ সালাম
বরগুজিদা নবীপর আপনি মোদাম।
সাল্লিমু ইয়া কাওমু বাল, ছাল্লু আলা
ছাদরিল আমিন
মোস্তফা মাঁ জা’আ ইল্লা
রাহমাতুল্লিল আলামিন।
'বালাগাল উলা বি-কামালিহি, কাশাফাদ্দুজা বি জামালিহি,
হাসুনাত জামিয়ু খিসালিহি, সাল্লু আলায়হে ওয়া আলিহি…'
No comments