নামাযের পর মুনাজাতে পঠিতব্য কতিপয় মাছুর দুআ

নামাযের পর মুনাজাতে পঠিতব্য কতিপয় মাছুর দুআ রাসূলুল্লাহ (সা.ও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দুআ করেছেন। এ বিষয়ে অনেক স্বতন্ত্র কিতাবও রয়েছে। নিম্নে কয়েকটি অতিব গুরুত্বপূর্ণ দুআ উল্লেখ করা হলো যেগুলো একজন দুআকারী তার মুনাজাতে পাঠ করতে পারেন।


১. রাসূলুল্লাহ (সা.) নামাযের পরে নিম্নোক্ত দুআটি পাঠ করতেন।

- اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।

অর্থ: হে আল্লাহ তুমি শান্তিময়, তোমার থেকে শান্তি বর্ষিত হয়, তুমি কল্যাণময়, এম হে সম্মান ও প্রতিপত্তির মালিক। 

**তথ্য- হাদীসটি সহীহ। সহীহ মুসলিম, প্রাগুক্ত, হা. নং-৫৯১।


২. হযরত আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ (সা.) অধিক পরিমাণে নিম্নের দুআটি পাঠ করতেন।

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ  النَّارِ 

উচ্চারণ: আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার।

অর্থ: হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের শান্তি থেকে রক্ষা করুন।  

**তথ্য- হাদিসটি সহীহ। সহীহ বুখারী, প্রাগুক্ত, হা, নং-৬৩৮৯; সুনানু তিরমিযী, প্রাগুক্ত, হা. নং-৩৫২২।


৩. হযরত সাদ হতে বর্ণিত, 'রাসূলুল্লাহ (সা.) প্রত্যেক নামাযের পরে এই বাক্যগুলি দ্বারা দুআ করতেন।'

‏   "اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ "


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল যুবনি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়া আউযুবিকা মিন আরাযালিল উমুরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিদ্দুনিয়া ওয়া আযাবিল কবর।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট কাপুরুষতা, কৃপণতা, অতি বার্ধক্য এবং দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। 

**তথ্য-হাদীসটি সহীহ। সুনানু তিরমিযী, প্রাগুক্ত, হা. নং-৩৫৬৭; সুনানু নাসায়ী, প্রাগুক্ত, হা. নং-৫৪৪৭; সহীহ ইবনে খুজাইমা, প্রাগুক্ত, হা. নং-৭৪৬।


৪. হযরত আদম ও হাওয়া (আলাইহিমাস সালাম) আল্লাহ তাআলার নিকট এই দুআ করেছিলেন,

- رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ 

উচ্চারণ: রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া হারহামনা লানাকুনান্না মিনাল-খাসিরীন।

অর্থঃ হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি ক্ষমা একরেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 

**তথ্য-সূরা আরাফ: ৩৩।


৫. রাসূলুল্লাহ (সা.) হযরত মুয়ায ইবনে জাবাল কে প্রত্যেক নামাযের পর নিম্নোক্ত দুআটি পাঠ করতে নির্দেশ দিয়েছেন। 

- اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা, আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।

অর্থ: "হে আল্লাহ, আপনি আমাকে আপনার যিকির করতে, শুকরিয়া আদায় করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার তাওফীক ও শক্তি প্রদান করুন।"

**তথ্য-হাদীসটি সহীহ। সুনানু আবী দাউদ, প্রাগুক্ত, হা, নং-১৫২২, মুসতাদরাক হাকিম, প্রাগুক্ত, হা, নং-১০১০, সহীহ ইবনু হিব্বান, হা. নং-৯৩৫।


৬. ঋণমুক্তির দুআ: রাসূলুল্লাহ (সা.) ঋণমুক্তির জন্য নিম্নের দুআটি শিক্ষা দিয়েছেন,

- اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِواكَ

উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াকা।

অর্থ: “হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে রক্ষা করুন। আপনার দয়া ও বরকত প্রদান করে আমাকে আপনি ছাড়া অন্য সকলের মুখাপেক্ষী হওয়া থেকে হিফাযত করুন।

**তথ্য-হাদীসটি সহীহ। সুনানুত তিরমিযী, প্রাগুক্ত, হা. নং-৩৫৬৩, সহীহ ইবনে হিব্বান, প্রাগুক্ত, হা, নং- ১৯৭৪; আল মুসতাদরাক, প্রাগুক্ত, হা. নং-১০১০।

No comments

Powered by Blogger.