জানাজার নামাজের পর ১০ কদম করে ৪০ কদম হাঁটা কি শরীয়ত সম্মত?
জানাজার নামাজের পর ১০ কদম করে ৪০ কদম হাঁটা কি শরীয়ত সম্মত?
وروى ابن ماجه عن إبن مسعود قال، من اتبع جنازة فليحمل بجوانب السرير كلها فإن من السنة
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যাক্তি কোন মৃত ব্যক্তির জানাযার নামায আদায় করে, তার জন্য উচিত হলো খাটিয়ার প্রত্যেক টা প্রাশ্ব বহন করা।
ইবনে মাজাহ
এই হাদীসের ব্যাখ্যায় হানাফি মাজহাবের উলামায়ে কেরাম বলেন, জানযার নামাজের পর ১০ কদম করে ৪০ কদম হাঁটা শরীয়ত সম্মত এবং সুন্নাত।
দেখুন,
الفقه على المذاهب الأربعة
فتاوى شامى
شرح الوقاية
هداية
الموسوعة الفقهية
حاشية الطحاوي على مراقى الفلاء
সহ আরো অসংখ্য ফতোয়ার কিতাবে এসেছে, জানাজার নামাজের পর ১০ কদম করে ৪০ কদম হাঁটা শরীয়ত সম্মত এবং সুন্নাত।
No comments