রমজানে বিতর নামাযে ইমাম দুআয়ে কুনুত না পড়ে রুকুতে চলে গিয়ে মুসল্লিদের তাকবীরে আবার ফিরে আসলে নামাযের হুকুম কী?
রমজানে বিতর নামাযে ইমাম দুআয়ে কুনুত না পড়ে রুকুতে চলে গিয়ে মুসল্লিদের তাকবীরে আবার ফিরে আসলে নামাযের হুকুম কী?
****জবাব ***"
মুসল্লিদের তাকবীর শুনে ইমাম সাহেবের ফিরে আসা ঠিক হয়নি। দুআয়ে কুনুত না পড়ে ইমামের রুকুতে যাওয়া দেখে মুসল্লিদের রুকুতে না গিয়ে দাঁড়িয়ে থাকাও ঠিক হয়নি।
কারণ হল, দুআয়ে কুনুত পড়া ওয়াজিব। আর নামাযে ওয়াজিব ছুটে গেলে তার ক্ষতিপূরণ সাহু সেজদা রয়েছে। যেহেতু ওয়াজিব দুআয়ে কুনুত ছেড়ে দেবার কারণে ইমাম সাহু সেজদা দিলে নামাযটি শুদ্ধ হয়ে যায়, তাই ইমামের ফিরে আসারও প্রয়োজন ছিল না। তেমনি মুসল্লিদের রুকুতে না গিয়ে দাঁড়িয়ে থাকাও সঠিক হয়নি।
আরেকটি বিষয়, ইমাম সাহেব যখন রুকুতে গিয়ে মুসল্লিদের তাকবীর শুনে আবার ফিরে এসেছেন, তখন তার জন্য আবার রুকু করার জরুরত ছিল না। বরং মুসল্লিরা রুকু করলেই হয়ে যেতো।
যাইহোক, দুইবার রুকু করাসহ এতগুলো ভুলের পরও সাহু সেজদা দেয়ায় নামায হয়ে গেছে।
বাকি ভবিষ্যতে ইমাম ও মুসল্লি সবারই মাসআলাগুলো খেয়াল করা কর্তব্য।
لَوْ تَذَكَّرَ الْقُنُوتَ فِي الرُّكُوعِ فَالصَّحِيحُ أَنَّهُ لَا يَعُودُ، وَلَوْ عَادَ وَقَنَتَ لَا يَرْتَفِضُ رُكُوعُهُ وَعَلَيْهِ السَّهْوُ (رد المحتار، كتاب الصلاة، باب سجود السهو-2/544)
ما لو تذكر القنوت في الركوع فإنه لا يعود ولا يقنت فيه لفوات محله ولو عاد وقنت لم يرتفض ركوعه لأن القنوت لا يقع فرضا فلا يرتفض به
الفرض ويسجد للسهو على كل حال ليترك الواجب أو تأخيره (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب سجود السهو-461
দোয়া কুনুত
আরবি
اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু'মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু 'আলাইকা, ওয়া নুছনী 'আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ক।
No comments