নামাজ পড়ার সময় মনে কি ধারণা নিয়ে নামাজ আদায় করবো? আল্লাহর জন্য নামাজ আদায় করছি? কিন্তু সিজদার ক্ষেত্রে কি আল্লাহ তায়ালাকে সিজদা করছি এই রকম ধারণা রাখবো কি/না?

 প্রশ্ন: নামাজ পড়ার সময় মনে কি ধারণা নিয়ে নামাজ আদায় করবো? আল্লাহর জন্য নামাজ আদায় করছি? কিন্তু সিজদার ক্ষেত্রে কি আল্লাহ তায়ালাকে সিজদা করছি এই রকম ধারণা রাখবো কি/না?


উত্তর: নামাজ আল্লাহর জন্যই পড়বো। এবং আল্লাহকেই সেজদা করব। তবে সেজদা করার সময় এই ধারণা আনা যাবে না, "আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছি এবং মনে মনে মানুষের পায়ের মতো কল্পনা করা" কারণ এমনটি করলে, মুজাস্সিমা তথা দেহবাদীদের আকিদা হয়ে যাবে।

by.Muhammad Farid 

No comments

Powered by Blogger.