নামাজের আগে জায়নামাজের দোয়া পড়া যাবে কি না ?
নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ শুরু করার পূর্বে মাসনুন কোন দোয়া নেই। সুতরাং জায়নামাযে দাড়িয়ে
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
মানুন পদ্ধতি মনে করে এই দোয়া পড়া যাবে না। তবে কেউ যদি মাসনুন পদ্ধতি মনে না করে শুধু নামাযে মনযোগ আনার জন্য এই দোয়া পড়ে তবে তার অবকাশ আছে।
এই দোয়াটি রাসুল সা. মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজে সানার স্থানে পড়তেন।
মুসলিম: ১৬৮৫
No comments